Wednesday 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ১






ভূ খুঁজে 
      - জয়শীলা গুহ বাগচী 

রাস্তা নেমে গেছে ভাবতরঙ্গে
যে সব স্রোতের বুকে পিঠে বিন্দুবাসিনী
সেখানেই মরালীর কিতাবমার্কা গল্পগুজব
ভাব তার চকিতে চকিতে
সুগন্ধি সাজ
ছমক ছমক রাস্তা
আঁচলে ঘড়ির কাঁটা
জামদানী টিকটিক
রাস্তায় পুনশ্চ লেখেনি কেউ
ছুটি ছাটা রা ঘাড় বাঁধছে
মাসল বাঁধছে
জল গুছোতে গুছোতে
নিজেরাই নিভন্ত ব্যাগ
রাস্তা নয়
ভাব গেছে তরঙ্গের ভাব রূপে
আলুর শর্করা বিকেল নিচ্ছে
বিশ্রাম নিচ্ছে
এই বিশ্রাম বিকেল
এমত সংকেত ছিল
তারপর সাদাটে সাদা
প্রজাপতির উড়ন্ত... ওড়া ওড়া

                             
(ছবি: সিনথিয়া লীগেরো )

No comments:

Post a Comment