Wednesday, 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ৭

Image result for abstract rain painting

রাত্রিকালীন -১
            -রাজা

রাতকে উন্মদ জেনে যারা দূরে সরে গেছে দক্ষ জাদুকরের পোশাকে একদিন তাদের বিস্মৃতিতে ফিরে আসব। কেননা প্রতিশোধ ভীষণ ছোঁয়াচে অসুখ...

আপাতত এই নিসঙ্গতা আমাকে নিয়ে এসেছে এক স্পষ্ট অন্ধকারে। এখানে হস্তমৈথুনরত পাগলকে বুদ্ধের মত লাগে। পাঁড় মাতালের বিলাপকে মনে হয় যুদ্ধ শেষে ঈশ্বরের সংলাপ। এখানে হাওয়ায় ভেসে বেরানো গাঁজা গন্ধ আর বেশ্যার অভিশাপ আমাকেও কিছুটা ধার্মিক করে যাচ্ছে

(ছবি: জুলিয়া আপস্তলোভা )

No comments:

Post a Comment