Wednesday, 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ৬

Image result for abstract rain painting

 বহুধা
        -মণিজিঞ্জির সান্যাল

  আমার অনেক অনেক টুকরো
        সব টুকরো গুলিই আমি
          অথবা কোনো একটি ,
        প্রতিটি টুকরোই আমাকে
             স্পর্শ করে যায় নীরবে
    অখণ্ড থেকে খন্ড
       ভাবনাগুলো নিয়ে খেলা করে
     কখনো বা দুটো ভাগ হয়ে যায়
        খন্ড আর অখণ্ডের মধ্যে
               তীব্র প্রতিযোগিতা
        মূল্যবান খন্ডটা বারবার
           ফিরে আসে আমার কাছে
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে
            অমূল্য টুকরোগুলো
ক্রমাগত অবিশ্বাস জন্মাতে থাকে
কতটা কষ্টকর নিজেকে নিজের কাছে
অবিশ্বাস করাটা .........

(ছবি ঃ টেরী স্মিথ) 

No comments:

Post a Comment