(কৃষ্ণসাগরের তীরের দেশ বুলগেরিয়ায় ১৯৮১ সালে জন্ম ইভাঙ্কা মোজিলস্কার। তাঁর প্রথাগত পড়াশোনা চলচ্চিত্র নির্মাণ বিষয়ে। নিয়মিত কবিতাচর্চায় ২০০৪ সাল থেকে এযাবৎ তাঁর তিনটি বই প্রকাশিত হয়েছে। কবি এবং তাঁর ইংরেজি অনুবাদক অ্যাঞ্জেলা রোডেলের সহায়তায় কবিতাগুলির বঙ্গানুবাদ করা হল)
ইভাঙ্কা মোজিলস্কা
সে দিনটি জলে মিশে যায়
সে দিনটি জলে মিশে যায়
এক গ্লাস জলের মধ্যে সামান্য ভিটামিনের মতো
যা কেউ ভুল করে টেবিলে রেখে গিয়েছে
এটা থেকে বুদবুদ ওঠে
শান্তভাবে গার্গল করে
কাছাকাছি কেউ নেই যে
তার ক্ষুদ্র অভিযোগ শুনবে
তাই সে চুপ
বুদবুদ ঘোরে-ফেরে
সামান্য নীচে অধঃক্ষেপ জমা হয়
সন্ধ্যায়, গৃহস্থেরা ফিরে আসে
আর ঠান্ডা জলটুকু ছুঁড়ে ফেলে দেয় ড্রেনে।
সেলাইছেঁড়া একটি আকাশ চায় ও
ও সেলাইছেঁড়া একটি আকাশ চায়
সেলাইছেঁড়া একটি আকাশ চায় ও
যার প্রান্তগুলোও ফেটে উঠেছে
সেই ফাঁকা দিয়ে যাতে
ও লাফ দিতে পারে
এবং একটি সুতো ধরে
সবকিছু সামাল দিয়ে
উঠে যেতে পারে
শীর্ষে
ভাবো ডার্লিং
ভাবো ডার্লিং
একটু বেশী করে ভাবো
আমাদের বয়স হচ্ছে
কুঁচকে যাচ্ছি আমরা
ব্যবহৃত এক পেন্সিলের সীসের মতো
সময় আমাদের ঘাড়ে ঝুলে পড়ে
হ্যাঙারের মতো
এবং ঝুলন্ত জামার মতো
আমাদের হাতাগুলো ঝাঁকাতে থাকে।
(ছবিঃ শাটারস্টক এবং অ্যাকসেন্ট পাবলিশিং)
No comments:
Post a Comment