তোমাকে, ভলক্যান
-অনিন্দ্য রায়
কামারের হাতুড়ি, হে অগ্নি, সৌরচুল্লির এত নৈকট্য তোমার,সেঁকে দিও রুটি আর আহারের শেষে
( তুমি তো নিজেই ক্ষুধা ) ঢেঁকুরে মার্কারি কাঁপে; এত জ্বর, ধাতু না তরল হলে যৌন হয় না,ছুরি
কঠোর হয় না, আঘাতমনিব ও গো, তোমার জিহ্বার তিন, ছোবলের ভস্ম সশরীর, তবু কেন দর্শন
পাই না; না, তোমার সত্তা নাই, শুধুশুধু গুণাগুণ আছে, সূর্যের আত্মভর তোমার বিভ্রম তোলে,সকল দাহ্যে,তেজে, আমাদের লালনপালনে,নাস্তি হে, তোমার উদ্গার আজ পরাণের ক্লেশ মনে হয়
( ছবি- গেরহার্ড রিখটার)
No comments:
Post a Comment