Sunday, 4 June 2017

প্রাবৃষার কবিতা ৩

Image result for abstract painting



কোনো শিরোনাম নেই 
-অনিন্দিতা ভৌমিক

ঠান্ডা চোখের বয়স
আর ক্রমে তোমার প্রিয় হয়ে উঠছি  
কাঠামোর উপর বিষয়কে দাঁড় করিয়ে
বুঝে নিচ্ছি যে, কোনো ধারণাই
উচ্চতার পক্ষে যথেষ্ট নয়             
    মেধা ও স্পর্শের মান
তাকে সাবলীল করে তোলে
প্রতিটি ঘরে আরোপ করে ন্যূনতম আয়ু

অচেনা ডাক এখানে আঙুল ধরে থাকছে
শিরা বেয়ে হাঁটু বেয়ে গুমোট বাতাস বেয়ে        
উঠে আসছে চিত হয়ে
শুয়ে থাকার মতো অভিজ্ঞতা

খোলা জুতোর সামনে             
তার প্রভাব অল্প বিনীত করে রাখা
একাগ্র করে রাখা ত্বকের সুশীতল বোধে


(ছবি - ক্যাথেরিন জোন্স) 

No comments:

Post a Comment