Sunday 4 June 2017

প্রাবৃষার কবিতা ১২

Related image


ধাতু 

-নীলাব্জ চক্রবর্তী


উড়ে যাওয়ার একেকটা ভঙ্গি
স্থির হয়ে আছে
এভাবে
জলকে আঙুল ব’লে ডাকি আর
উষ্ণতার সবটা লেখা হয়ে গেলে
চিহ্নের ভেতর থেকে
খুলে ফেলি টুকরো দিন
ভাবি
পুরনো রাস্তার কথায় কথায়
সময় একটা রঙ হয়
তার পোশাক সম্বন্ধে তার নগ্নতা সম্বন্ধে
যা কিছু আমরা জানতে চাইনি কখনো
সাদা দেওয়ালের গায়ে
তবুও
আপেল বদল ক’রে কীই বা হোলো আমাদের
ধাতু বদল ক’রে কীই বা হোলো...

( ছবি- হ্যারি মুডি) 

No comments:

Post a Comment