Saturday 3 June 2017

প্রাবৃষার কবিতা ২

Related image




প্রাপ্তবয়স্কতার পূর্বদিক
-রঙ্গন রায়

বান্ধবী তো ছিলনা কখনো , সবাই জোনাকির মত
কুলকুচির শব্দেরা ঘরে ফিরে আসে শুধু ,
প্রতিটি ভোরবেলা নিখুঁত সাজানোর জন্য
শকুন্তলার পায়ে পায়ে হরিণ ছানা
আমাদের দেওয়ালে ঘুরে বেড়ায় , নির্ভয়ে
ইদানীং দুষ্মন্তের ওপর আমার ভয়ানক রাগ হয়,
প্রকৃত প্রস্তাবে সে হারিয়ে গেছে
বাবার লুঙ্গির সেই দুর্দান্ত কোলের মত

এখনো ঘুমিয়ে পড়ি আমি আলগোছে
                        দেওয়ালের এপার হতে

চুল কাটাতে প্রতিটি শিশুই যেরকম ভয় পায়
যতটুকু চিৎকার ,
আমার চিৎ হয়ে শুয়ে থাকা , রাজদূতের শব্দ
কোন হর্ণ লাগতোনা বলে অল্প অল্প করে
সেলুনের কাছে সরে এসেছি
নন্টে - ফন্টের সাথে তখন কি মধুর বন্ধুত্ব;
কি এক অসম্ভব টান থেকে আফটার শেভ লোশনের গন্ধ

ছড়িয়ে পড়ছে গালে , প্রতিদিন একটু একটু -




(ছবি: রবার্তো ক্রিপা )

2 comments:

  1. ditiyo ti sugondhyimoy.... prothom ti abstract bisade toiri.... misro sadh@avishek ghosh

    ReplyDelete