Sunday, 4 June 2017

প্রাবৃষার কবিতা ৯

Related image

ফলস্

-অভ্রদীপ গোস্বামী

সামনাসামনি দাঁড়িয়ে আছি আজকাল
অথচ লুকোচুরি খেলতে খেলতে তুমি 
অভ্যস্ত চোখেও খুঁজে পাচ্ছ না আমায়
জলদাগ ফুলরেণু প্রজাপতিটির চলে যাওয়া 
দেখেও না দেখার ভান করছ 
ফুল নদী সহজ সঙ্গমের সোজাপথ 

এবার বিবর হও 
গর্ত খুঁড়ে ঢুকে যাই প্রাকৃতজনের জঠরে 
মৃত কিছু খাদ্যের দানা খাই 
আর জেনে বুঝে আসি 
সেই 
প্রকৃত সঙ্গম। 

(  ছবি- মার্ক ওয়েবস্টার )

No comments:

Post a Comment