Sunday, 4 June 2017

প্রাবৃষার কবিতা ১১

Image result for abstract painting italy

জাগো গ্রাম
-অনির্বাণ পাল

হলদিনালার পাড়ে দেখা হওয়ার কথা ছিল 
কি? যেখানে শ্রাবণ বলে কোন মেয়ে নেচে
বেড়ায়। এখনো পুকুরের জলে হাঁস সন্ধ্যা আলো
জ্বালে। প্রত্যেকটি ঘরের আনাচে-কানাচে ভালোবাসার
বাস। হাওয়া মাতাল হয়ে গান ধরে। মাঠের,
আলু, সবজি, প্রভাতী আলো জেগে থাকে।
মেঠো পোকামাকড় কোরাস ধরে। টিনের
চালার ঘর- গর্ভবতী মায়েরা দিন গুনে।
গান ধরে বিকেলের মাঠ- ওগো প্রিয়তমা গ্রাম
জেগে ওঠো নদীটির তীরে...

( ছবি- মিরিয়াম দি পেন্টা )


No comments:

Post a Comment