যে সময় গুলো আর ধরা যায়না
-অনন্যা বন্দ্যোপাধ্যায়
একাঘরে বসে থাকি
তোমার ছায়া দেখে শান্ত করি নিজেকে
সময় এগোয়
আমি বুঝতে পারি
আমাদের দুজনেরই হৃদপিন্ড চিরে গ্যাছে
আমরা দুজনেই ছিড়ে যাওয়া দুটো মৃতদেহ
আমাদের যা যা চলে গ্যাছে
সেগুলোর অবস্থান ছিলো রংপেনসিলের মতো
আমাদের যা যা চলে গ্যাছে সেগুলোর
উষ্ণতা ছিলো পুড়িয়ে ফ্যালা
সেই খাতাটার মতোই যার
ছবিগুলো চিরকাল তোমার ভেতর সতেজ হয়ে থাকবে।
এখন
একা ঘরে বসে
তোমার ছায়ায় নিজেকে দেখতে পাচ্ছি
আমি বুঝতে পারছি
পৃথিবী নিভে আসছে
আর আমরা দুজনেই
ক্রমশ
ঢুকে পড়ছি ভূগর্ভের তলে...
আরও তলে...
( ছবি- ইগর স্নেগিউর)
হুমম্,বেশ
ReplyDeleteহুমম্,বেশ
ReplyDelete