Wednesday 14 June 2017

মেঘদূতের মাসের কবিতা ২




ভ্রূণ
       - পাপড়ি গুহ নিয়োগী

যে শহরে তুমি মাংসবিক্রেতা ছিলে
সে শহর আজ তোমায় তাড়া করছে

তুমি কালো ধোঁয়ার ভেতর ছুটছো
আঠালো জলের ভ্রূণেরা ভুলে গেছে
তুমি ওদের শব্দ পিতা ছিলে

ডুয়ার্সের জঙ্গল সত্যিই সুন্দর নিরাপদ
এখন কান্না এলে পরের জন্মের কথা ভাব

(আলোকচিত্র : উইলিয়াম গ্রিনফিল্ড) 

No comments:

Post a Comment