Sunday 4 June 2017

প্রাবৃষার কবিতা ১০

Related image

অস্তের কনফিউশন
-অস্তনির্জন দত্ত



এইখানে সন্ধ্যা বড় দেরি করে আসে ,এই জুন , দিল্লিবোর্ড , জলবিহার
আমি অপেক্ষা করি , ধৈর্যশীল হই, প্রার্থনা করি,
আর ,
এই সব সন্ধেয় আমায় কিছু দীর্ঘ চুল জড়িয়ে রাখে, 
স্নানসারা , ইতস্তত , কারো বুকে
ফুটে থাকা ইস্ত্রি র দাগ , শুকন পাতার মত , যেন খুঁটে খুঁটে খুঁটে
নেওয়া যাবে , আমি বসি
চায়ের দোকান এক ক্লান্ত হওয়ার জায়গা, চা হাতে , বিস্কুট হাতে
আমার মাথা নুয়ে যায় , একে নাব্যতা ভাবি ,ভাবি
বার্চ দিয়ে এই মন মাপা যাবে, খারাপের অংশগুলি , আর বৃষ্টি শুরু হয়
চাট্টান বাঁ পাশে রেখে চলে যাই...উঁচু পাথরের উপর উঁচু উঁচু
বার্চ গুলি ,বৃষ্টি থামে ,তাদের ঈষৎ কষাটে গায়ে ইস্ত্রির দাগ লেগে থাকে, ধৈর্যশীল , প্রার্থনারত...
উঁচু উঁচু বার্চ , বৃষ্টি থামার পর আমার ভিজে যাওয়ার উচ্চতা মনে হয়...

( ছবি- গিয়াকোমো বল্লা) 

No comments:

Post a Comment