Thursday 12 April 2018

মধুমাসের কবিতা ১

Hyperspace free vector 2560x1600







বছর শেষের রিলে

-জয়ীতা ব্যানার্জী গোস্বামী 

     (১)
গোটানো সুতোর চাঁদ 
নিঝুম পাড়ার গতি ।একটি মাত্র মাকু ,সচল
নতুন গামছা বেচে কিনেছে কর্কট

ফুলে ওঠা চৈত্রমাস । ফের
চতুর্থটি এঁটে আছে অনায়াসে দ্বিতীয়ার কোলে
                  এবং বেলার শেষে,
ঘামের কলম ঝেড়ে আবেদন পত্র লেখা সেরে
বাড়তি গামছা বেঁধে ফেরে তার বেকার তিরিশ       

(২)
সারসের ভেজা ঘ্রাণ
ধূসরের আগে ও পেছনে অপয়া পালক বেছে
ভাসিয়েছে জলজ দেবতা । বাকিটুকু নৈবেদ্যর পাতে

তখনও জীবিত কেঁচো কিছু গড়িয়ে নেমেছে । ঠোঁটে
বিগত দিনের যত পরিযায়ী এঁটো ছুঁয়ে ছুঁয়ে
সাজিয়েছে ফুল । আজ বাসন্তীও যাবেন ভাসানে 








(ছবিঃ অ্যালবার্ট হফম্যান )

No comments:

Post a Comment