ভীতু
-রাজা
ছিপছিপে হাওয়ায় জট বাধে
শ্রদ্ধা ও ভয়
আমার বিদ্যা- বুদ্ধি নিয়ে রিকশা মহলে
মিথ চালু হয়,যা কি না হাস্যকর,
আদতে পরিত্যক্ত সরস্বতীর নিচে দাঁড়িয়ে
প্রাক্তন প্রেমিকাদের শরীর স্মরণ করি
সন্ধ্যা শহরে মাতাল নামে,
তাস ওড়ে, পাগল গড়াগড়ি খায়
আর ওষুধের দোকানে সিগারেট ধরিয়ে
জীবন'কে আমি
"ফুঁ " বলে ডাকি আবার
ভাললাগে না এই একঘেয়ে বেলাল্লাপনা
ফিরে তাকাই,
জিম সেন্টারের পাশ দিয়ে যেতে যেতে ভাবি
এবার থেকে সুস্থ হব, সুন্দর হব,
ডাক্তার বাবুর মেয়ে প্রেমে পড়বে আমার
বেঁচে থাকার প্রতি লোভ যত বারে
ততো ঘিরে ধরে মৃত্যু ভয়
আজকাল মৃত্যু স্বপ্নে দেখি
এক গা ছমছম বৃদ্ধাশ্রম,
সাদা থানের ভিড়ে
মায়ের মত কেউ, তোমারি মত কেউ
ঘুমপাড়ানি গায়
(ছবিঃ লিওনার্দ এইটকেন)
No comments:
Post a Comment