ছোঁয়া নিরাময়
-পঞ্চতপা দে সরকার
বসন্ত আসেনা একাকী অক্ষরেখায়,প্রান্ত পলাশে রোদের যত কাটাকুটি খেলা,বসন্ত আসবে বলে কোকিলের সংযমী ডাক অথবা নীল চরাচর,সবই ফিরিয়েছি উৎসব মুখরিত হেলায়,
আমাকে ছোঁয়নি ওরা,
শিমুলসিক্ত প্রেমে উপেক্ষা হেনেছি বারবার।
শুধু এক বাদামী ঝলক
হাত পেতে দাঁড়ায় যখন মাধুকরী চোখে,তীব্র ঝুলিতে তাঁর নিজেকেই রাখি নতশিরে।
ছোঁয়া নিরাময় আসে বসন্তের নামে।
(ছবিঃ জিয়ানী মাদারওয়েল)
No comments:
Post a Comment