স্বপ্ন ও ঘোর
-অ নু স ঞ্জ না ঘো ষ
স্বপ্ন ও ঘোর সমার্থক হলে আমি ইথার বিছিয়ে দিই তিস্তার এপার থেকে ওপারে। চশমায় জমে ওঠে কালো রাত। পূবের আকাশে ছড়িয়ে পড়ে মেঘ। বৃষ্টিও ভিজে যায় জলের স্পর্শে। নীল একটি অভিমান। গত রাতে খবর পেলাম মন ভালো নেই স্বপ্নের। জ্যোৎস্না পেরিয়ে চাঁদ আর তার মাঝেই মফঃস্বল, রোদ মাখামাখি জীবন। ব্যস্ত শহরের মত জেগে আছে ঘোর, ঘুমের দাবি নিয়ে।
সময় সারনী ধরে হেঁটে গেছে বহু স্রোত, তবু বদলায়নি পাহাড়, নদীও সে কথা জানে। খুব গভীরে প্রবল ভাবে ভাঙছে কিছু। বদলাচ্ছে চশমারর কাচ। বাড়ছে সম্পর্ক আর মন। বহু পাথর গড়িয়ে গেছে, সবুজ ঢেকে দিয়েছে স্রোতের গভীরে জমে থাকা যাবতীয় ক্ষতচিহ্ন।
তবুও কেন্দ্র বিন্দু একটাই। নীলের গভীরে নীল খুঁজে চলা। নিঃশ্বাস থেকে হাতের রেখায় জীবন লিখে ফেলা।
জীবন অর্থেই তোমাকে পাওয়া।
(ছবিঃমার্ক চ্যাডউইক)
No comments:
Post a Comment