Thursday, 12 April 2018

মধুমাসের কবিতা ৫

Image result for abstract  aztec art


অন্তরাল
          -সুমন সাধু

জলের রং কী? জলের স্বাদ কেমন? এতকিছুর মধ্যেও আমরা জলের আয়তন নিয়ে অলীক মাথা ঘামাচ্ছি।

ও দেশের শিশুরা রোজ কাঁদে আর জেনে যায় কান্নার স্বাদ।
কান্না গলে নরম হয়। বড় নোনতা হয় চুমু খাওয়ার ঠিক আগের মুহূর্তের ঠোঁট।
এক বাবা তার বাচ্চাকে নিয়ে বাঁচার পথে পালিয়ে যাচ্ছেন আর ভাবছেন কালকের জন্মদিনটায় সে অন্তত বাঁচুক। বেঁচে যাক লোল বৃদ্ধ রাজনীতি।


আমরা কেউ সিরিয়া নিয়ে ভাবছি না। অথচ জন্মদিনের কেকে ছুরি বসাচ্ছি রোজ।

( অ্যাজটেক প্রত্নচিত্রের অনুপ্রেরণায় আলেক্সান্ডার আর্সানস্কি) 

No comments:

Post a Comment