পাহাড়
-শমীক ষান্নিগ্রাহী
১।
লম্বা ঘুমের জন্য
আমার ভীষণ প্রিয় একটা রাত
গল্পের মত সাজিয়ে নিচ্ছে নিজেকে
এসব লিখে ফেলে বেড়াতে যাওয়ার কথা ভাবি
কেউ মনে রাখবে না শীতের দিনগুলি
তার আলো কমে আসে বিকেলে
রাস্তার হদিশ পেয়ে
পাতার পর পাতা শুধু কুয়াশার ভেতর . . .
২।
কত ডাকনাম মনে পড়ে কুয়াশার
আপেল রং এর সাথে বিকেলের সম্পর্ক
কথা বাকী আছে বলে
দাঁড়িয়ে পড়ে শীত . . .
অপেক্ষার অনুবাদে সহজভাবে তাকিয়ে
এখান থেকে আমরা হাঁটা দিই পাহাড়ের দিকে
(ছবিঃ ইনকা প্রত্নচিত্রের অনুপ্রেরণায় জিওর্জিয়ানা রোমানোভনা)
No comments:
Post a Comment