এইসব চুপ থাকা
-রঙ্গন রায়
চুপ করেছি , শান্ত হতে পারছি কোথায়?
অথচ দেখেছি
অসুস্থ বাড়িতে কোনো অসুখের গন্ধ নেই।
ওহে বাদামী মেয়ে , তোমার দিকে দৃষ্টি দিইনি কখনো
তুমি দিদিমণির মত ভালোবেসেছ শাসনের আড়ালে ,
চশমার আড়ালে -
বলেছো , বাবু ফোন করবে তো? আজ কথা বলবে তো?
আমি বারবার মানুষকে উপেক্ষা করতে ভালোবেসেছি
দেখিনি তার পায়ের ছন্দে 'মরণ তুহু মম শ্যাম সমান' ...
আসলে এতকাল চুপ করে ছিলাম কথা বলবো বলেই
(ছবি ঃ আফ্রিকান প্রত্নচিত্রের অনুপ্রেরণায় ফতেমা আবদুল্লা আবুবকর)
No comments:
Post a Comment