শূন্য আঁকি, মৃত্যু আঁকি
-পাপড়ি গুহ নিয়োগী
৭
মৃত্যুকে সম্পূর্ণ উলঙ্গ করিয়ে
বুক থেকে জমজ স্তন
মসৃণ পেট থেকে সুগভির নাভি
পর্দার ঘোমটা সরিয়ে নিতম্ব
ভেতর জলে সাতাঁর কেটে কেটে চুপকথারা
মৃত্যুকে আলিঙ্গন করে, স্নান করিয়ে দেয় চন্দনজলে
তারপর শব ঘিরে, উল্লাস উৎসব
মদ-মাংসের সাথে মুখাগ্নি করে সময়
রাজা আসে যায়, আসে না সুদিন
৮
গন্তব্য আঁকতে আঁকতে
আত্মহত্যা এঁকে ফেলেছি
রাংতায় মোড়া জোলাম এঁকেছি
কেউ একজন বলে
এই আঁকিবুকি ছেড়ে ঝুঁকি নাও সাহস করে
ঘরসংসার, ছেলেপুলে, কঠোর পরিশ্রম
স্বচ্ছতা আঁকতে গিয়ে এসাইলাম এঁকে ফেলেছি
এখন একা ঘরে
শূন্য আঁকি, মৃত্যু আঁকি
(ছবিঃ জোয়ান মিশেল )
No comments:
Post a Comment