Thursday, 12 April 2018

মধুমাসের কবিতা ১৬

Image result for abstract by indian artist

নির্দয় মানুষের এলাকায় - ৩
                                   -জ্যোতির্ময় বিশ্বাস

যুদ্ধবিধ্বস্ত একটা অঞ্চলে, একজন
মা’কে জিজ্ঞেস করা হলো― যদি
সন্তান ফিরে না আসে; সন্তানসম ভালো
কি আর কাউকে বাসবেন, বাকি জীবন?
মা চেয়ে থাকলেন শূন্যদিকে দীর্ঘক্ষণ
আর এ’কথা কে না জানে―
অপলক একটানা চেয়ে থাকলে
চোখে এমনিই জল আসে। দুঃখ লাগেনা।




(ছবি ঃ এলেনা মার্কিনা)

No comments:

Post a Comment