Thursday 12 April 2018

মধুমাসের কবিতা ১১

Image result for absolute space time painting

রাতের আকাশটার দিকে তাকিয়ে আমি ভাবি
                                                         -সুপর্ণা মণ্ডল


এখন বেশি রাত নয়
কালপুরুষ চিনতে শেখা
ভূগোলে শিখিয়েছিল কোনটা গ্রহ, কোনটা নক্ষত্র
বাবাকে জিজ্ঞেস করতাম, ধ্রুবতারা কোনটা
তারা দেখে পথ চেনার গল্প করে বাবা
আর্মিতে যেভাবে শেখাত
ভূগোলস্যার ঘরের সিলিঙে অনেক তারাদের স্টিকার লাগিয়েছিল
কারেন্ট চলে গেলে সিলিংটা আকাশ মনে হ’ত
রাতের আকাশটার দিকে তাকিয়ে আমি ভাবি
এইসব তারাভর্তি আকাশ বিশাল একটা ঘরের সিলিং বই তো নয়!


(ছবিঃ জন গোল্ডিং) 

No comments:

Post a Comment