Thursday 12 April 2018

মধুমাসের কবিতা ৬




জোনাকি ১
                 -পিয়ালী বসু ঘোষ 

বিচ্ছেদ ,রিপু ,চোখের জল
সবমিলিয়ে একটা মনখারাপের রাতে
ফ্লাইংকিসে বেবাক বোকা বনে যাওয়া সওদাগরি ঢেউ
নীলবিষে জর্জরিত কুণ্ঠা
এক কাপ চায়ে ভিজিয়ে খাচ্ছে চাঁদরঙা বিস্কুট
মাঝপথে নাবিক মেতেছে গোপন অ-সুখে
হাতড়ে বেড়াচ্ছে অন্তর্বাসের নিচের লালচে তিল !
আমি একটা গোটা মরশুম পার করে
ক্লান্ত আমার হাইরাইজের কার্ণিশে
অন্ধ জোনাকির সাথে লুকোচুরি খেলছি
অহর্নিশ শুধু
নিশি ডাকছে ,নিশি ডাকছে ........

জোনাকি ২

যেমন করে একটু একটু করে সিঁড়ি ভাঙ্গি
তেমন করেই বিপন্ন যৌবন ভাঙছে
বর্ষীয়ান জোনাকি খুবলে খাচ্ছে মন,সময়,শিশির
''
শুকনো পাতায় মর্মর ,দেখি
তোমার ছায়ারা দীর্ঘ হয়েছে এতদিনে
ডানাছেঁড়া জোনাকি পথ দেখাচ্ছে তোমায় ,ফেরার
"
দুলে উঠছে পাইনের বন ,মূর্তির বাংলো
একলা নদী আর শীত রাতের কনসার্ট
তোমার একাকার মন,বেসামাল পথভুল
আমাকেই খুঁজেছিলে কি ?
সে রাতের সাক্ষীও জোনাকি !

জোনাকি ৩

ছেঁড়া ঘুড়ির মত কেটে যাচ্ছে ছোটো একটা ব্যক্তিগত দিন
পোষা খরগোসের পায়ে নরম রোদ্দুর ছুঁয়ে গেছে বুক পকেটের হলুদ দুপুর
ডানা ছেঁড়া ফড়িংএর বিদ্রুপ ভালোবাসা শব্দটাকে ফর ফর করে হাওয়ায় ওড়াচ্ছে
শারীরিক প্রতিষ্ঠান চন্দন স্নানে সূচী হবার পর
চিতার আগুনে শরীর সেঁকে নিচ্ছে একমুঠো জোনাকি
তোমার অণুগল্পের অভিসন্ধিমূলক চরিত্রগুলোর ইটচাপা অভিমান
আমাকে এলোমেলো করে দিচ্ছে


(ছবিঃডেভিড গাজদা) 

No comments:

Post a Comment