শুধু তুমি নেই
-শিবু মণ্ডল
দখিন প্রান্তের দরজা খুলে থাকি কার জন্য আমি ??
শুনি কার প্রতিধ্বনি পথের ধূলায় মিশায়
জলে ভিজে রাস্তা এসে আমার দুয়ারে ঠেকেছে
আজ।
কান্না বাতাস দিশা ভুলেছে ঝড়ের বেগে
দুয়ার এঁটে বসে আছি আমি। খুলবে না খুলবে না
আর।
রামধনু সুর হারিয়েছে রাখাল বালক
লাঠির ঘা’য়ে ঘা’য়ে ঘাসের শীর্ষে শুধু ব্যাথা জাগে
জাগে।
রাখাল বালক আছে শুধু রাখাল বাতাস আর নেই
রামধনু বাঁশি আছে শুধু রামধনু সুর আর নেই।
(ছবিঃ গ্রেগ সিম্পসন)
No comments:
Post a Comment