কিছু কিছু কথা
-পিয়াল রায়
১)
আমি মানিনা
আমি আসলে মানতে চাইনা
সেইসব হাত
যাদের থাবায় শ্বাসরোধ হয়
২)
এভাবে দাঁড়িয়ে না থেকে
টুপিটা খুঁজে বের করো
যার সাথে সাদৃশ্য আছে তোমার
কিন্তু তার আগে দেখে নিয়ো
টুপিটা তোমার মাথার মাপে কিনা
৩)
আজ তারা আসবেন
খবর পাঠিয়েছেন বৈদ্যুতিন চিঠিতে
আমিও প্রস্তুত
রোদ বৃষ্টির অমূলপ্রত্যক্ষ নিয়ে
৪)
আপনার জামার দুর্গন্ধ
ভারি করে তুলছে বাতাস
একটু সরে দাঁড়ান
অথবা
বদলে আসুন জামাটা
অথবা
জামাটা লুকিয়ে ফেলুন নিজের ভিতর
৫)
ভারতবর্ষকে পৃথিবীর
দুর্বলতম দেশের স্বীকৃতি দেওয়া হল
আবহাওয়ার খবর পড়তে পড়তে
লোকটা টুক করে জানিয়ে দিল
এ সংবাদ
৬)
এত রোদ চমকে এলো বিছানায়
চাদরটা নিয়ম ভেঙে
রোদের নিচে এলিয়ে দিল শরীর
কোনো জবাবদিহি না দিয়েই
৭)
বাসের পা দানিতে লাফিয়ে উঠে
মিলিয়ে গেল সে
যেন
মিলিয়ে গেল একরত্তি রোমাঞ্চ
ছন্নছাড়া বিকেলের
৮)
তুমি তাকে আনন্দে রাখো
যে তোমার আয়না থেকে মুছে দেয়
প্রতিদিনের ধুলোবালি
তুমি তার উপাসনা করো
যে তোমাকে ফিরিয়ে নিয়ে আসে
প্রাচীন ব্যবচ্ছেদ থেকে
আর আমি আশ্চর্য বাগানের ভিতর
শুধু তোমাকেই খুঁজি
৯)
এই যে এত হৃদয়ের বাড়াবাড়ি
কাছাখোলা গড়িয়ে পড়ে
লালে-ঝোলে
তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো
আরো একটু সামলে ভায়া
নইলে যে পুরোটাই সেমসাইড হয়ে যায়
১০)
তিনি যখন উদিত হন
অস্তও এসে ঘিরে ধরে তাকে
তিনি যখন অস্তের দিকে যান
উদয়ও তখন সত্যের মতো থাকে
(ছবিঃ রব্বি লেইর্ড)
No comments:
Post a Comment