ফেরা
- উমা মন্ডল
অঘ্রাণ এসে গেল
সোনালী ধানের বোঁটায় এখন ঋতুরঙ্গের গন্ধ,
ধান উঠবে বইয়ের তাকে
পড়া যাবে হলুদের অভিধান অন্যভাবে।
আলপথে কে কে ব্যাভিচারী চোখে আকাশ দেখেছে
বা সূর্যকে অভিশাপ!
অন্তঃপুরের খবর দেবে ভিক্ষানিবারক।
পাখী দেখে গৃহস্থের উঠানে জ্বলছে সোনালী শরীর
প্রয়োজন মিটে গ্যাছে।
পিষে তেল বার করে উৎসবের জাহাজ
চলেছে দেশের খবর নিতে,
তারপর সংবাদ-পত্রের পাতায় লেখা হয়ে যাবে
'ব্যাক্তিটি আকাশ দেখছিলো...
দাউদাউ খড়কুটোর কান্না শোনেনি
কেউ শোনেও না....
এখন ধোঁয়া খানিক শান্ত,
উপসংহারের শেষে বাড়তি শব্দের
ব্যবহার কেউ করে না।
বয়ে যাওয়া সমান্তরাল জল দেখলে
আমার ডান চোখ কেঁপে ওঠে,
ঠাকুমা বলে অলক্ষণের দ্রাঘিমা....
সময় ফিরে ফিরে আসে
সবাই জানে,শুধু মন্দবুদ্ধির বাস্তুসাপ
কেন বিষ ছড়িয়ে দিলো নিজের উঠানে
সেই প্রশ্নের উত্তর অক্ষর এখনও অধরা ,
এদিকে অঘ্রাণ আবার ফিরে আসার দিন গুণছে....
(ছবিঃ মিশেল কুরিয়ার)
No comments:
Post a Comment