Thursday, 12 April 2018

মধুমাসের কবিতা ১৯

Image result for abstract painting famous artist

চিত্রপট
      -সুপ্রিয়া ভট্টাচার্য্য

সবটাই প্রহসন।
জীবনযুদ্ধ, ভালোবাসা, চাওয়া-পাওয়া---সবটাই কেমন হাস্যকর নাটকের মঞ্চের মতো;আর আমরা সবাই সেই নাটকের ক্লাউন চরিত্র।

বুকে কষ্ট তাও হাসো,প্রেম নামক শব্দটি শত হস্ত দূরে তাও বাঁধভাঙা ভালোবাসার অকারণ উচ্ছ্বাস... আদিখ্যেতা নয় কি?

দু'আঙুলে পেন্সিল ধরে বৃত্ত আঁকার ব্যর্থ প্রয়াস,
তবু শিল্পীর তকমাটি চাইই।
যুক্তিহীন কালি-কলম চর্চায় কিটস্ মাটিতে গড়াগড়ি যায়, বাংলা কাব্যের উচ্চারণে একঘরে হওয়ার আশঙ্কা, মস্ত কবির শিরোপা যেন হাতছাড়া না হয়...

সর্বত্র জুড়ে শুধু চাওয়ার মিছিল।
ভগ্নাংশ ভুলে গেছে জীবন, টুকরো সুখ জুড়ে ভালোবাসার সাঁকো আজ কেউ বাঁধে না।
রোজ নিঃশ্বাস বদলায় চাদরের রঙে...

( ছবিঃ গ্রেগরিয়া ও'কীফ )

No comments:

Post a Comment