Saturday 31 August 2013

নভস্য শেষের কবিতা ৫



মেঘ
-ইন্দ্রনীল ঘোষ


মেঘে মেঘে এত খোলামেলা নার্স
       আজ সারাদিন, হাসপাতালের গন্ধ আকাশে...

মেঘের ওদিকে আমার বাড়ি
আমি কিছুতেই বাড়ি ফিরতে পারছি না।
মেঘের ওদিকে সব নাম
একটা নামও মনে করতে পারছি না।

শুধু নার্স
       তাদের সাদা পোষাক উড়িয়ে দেওয়া
                     সমস্ত গাছে, পাখিদের স্তব হবে বলে

ফাঁকা স্তবে, আমি বসে আছি
হাসপাতাল থেকে মেঘ আসছে নিয়মিত


2 comments:

  1. Khub bhaalo laaglo... dear Indranil... susrushaa o niraamoy...

    ReplyDelete
  2. Ohhh... katobaar je porhchhi ei kabitaa-Taa...

    ReplyDelete