Friday, 2 August 2013

শ্রাবণ শেষের কবিতা ৫



বরফ 
-     হাসান রোবায়েত
       

ওটা গাছ নয়, পাতার মাঝেই পুড়ে যাচ্ছে পেন্সিল 
তার হাওয়ায় মিথে জলঢোরা 
একবার এগিয়েই নেভানো এপ্রিল 
ডুবের সাদায় যখনই বন্যা এলো ফুলবোনা 
বাইরের সিনেমায় লোকটা বৃত্ত 

বেঞ্চিতে ফাঁকা ফাঁকা রোদ 
দুয়ার 
মা তার সমস্ত শ্র-বোন ঢেলে আটকাচ্ছেন 
জিরাফ 

যেন কেউ বরফ বললেই থেমে যাবে ওড়া

No comments:

Post a Comment