Saturday 31 August 2013

নভস্য শেষের কবিতা ৩



মিতাসু-
-পার্থসারথি

তাহা তাহারা আহারকে নামিয়েছে
সুমি দোতলায়, ডানারা আর হাম্পিতে নেই জেনে
আঠাশটা বাসি গোলাপকে মদে ভিজিয়ে নিচ্ছি
                          সম্পর্কের বাঁদিকে বসাবো

বলারা আর রুমালে নেই
নেইরাও আর কিছু বলাতে নেই

একটু থামলেই হা-হা-দের নাবিকতা
জাহাজে উঠে এই প্রথম অঙ্গাঙ্গি ফিল করলাম
যেখানে গন্তব্য জানে শুধু মেলবিহীন দুটো জিভ
  

1 comment:

  1. Chalo Partho... jaahaaj chharhlo bole... keyaabaat...

    ReplyDelete