Saturday 17 August 2013

নভস্যের কবিতা ৫



বিজ্ঞাপনবিরতি
- নীলাব্জ চক্রবর্তী



একজন
জুতোর ভেতর দিয়ে
খুলে ফেলছে
লিফটের দুপুর
আর দেখছে
কীভাবে
পাথর হয়ে যায়
ভেজা ক্রিয়াপদগুলোর জন্য অপেক্ষা

বিজ্ঞাপনবিরতির দীর্ঘ সূচক
              এগিয়ে আসছে
পেরিয়ে যাচ্ছে
চোখবাঁধা করিডোরের ঠাণ্ডা চাবি
ওখানে পাশের ঘর নেই
নরম আলোর ভেতর
ঝোলানো নেই
জন্মদিনের আঁকাবাঁকা হরফ... 

No comments:

Post a Comment