-
রাজেশ শর্মা
১।
‘আই মোর দিন যায় ভাবো তে
রসিয়া বন্ধু আসিবার কথা বৈশাখ বিহুতে
-------------------------------------
ওরে রসিয়া বন্ধু না দেখিয়া ঝমঝমায় মোর গা’
[গোয়ালপাড়িয়া লোকগীতি]
যে ছাদে জলবায়ু পড়ে না
সেখানে তুমি জুম চাষে প্রলুব্ধ করো
আমি ঢের জুমে জমে গিয়ে দেখি
তুমি আছো সচরাচর
আর তোমার অই জানালার পাশ দিয়ে
কে যেন চালিয়ে দিচ্ছে হাওয়ারসাইকেল
অই যে দূরে দ্রুত ছুটে আসছে ভুবন হিল
আমাদের এখন ও সে চেনা জানা হল না
২।
“মুই ত পিরিত করুং না / /
চেংড়া বন্ধু ছাড়ে না // আরো দিয়া যায় পিরিতের বায়না //”
[গোয়ালপাড়িয়া লোকগীতি]
আমার মুহুর্মূহু মুহূর্তগুলো যে কুনো জলে ভাসিয়ে
দিয়ে বলছো
স্মৃতি কে আঁকড়ে রইলাম এইবার স্মৃতি পোষ
মানবে
এই ভাঙন থেকে তোমাকেই চুরি করে নিচ্ছি টের পাচ্ছ
না...
অথচ এইবার দেয়াল দৃশ্যে ক্যালিওগ্রাফির ভূত
সওয়ার হয়েছিল
আর এদিকের আঙুলে অপর যৌনতাও নেই যে আঁকড়ে রাখে
আমার আঙুল থেকে আমি খসে যাচ্ছে
No comments:
Post a Comment