Saturday 31 August 2013

নভস্য শেষের কবিতা ২



আয়নামহলের টেক্সটগুচ্ছ
-সোমতীর্থ নন্দী




একটি পাখির মত মণিহার ঝুলিয়ে রেখেছি বুকে
আর কোনো নৈঃশব্দ আমার কপাটে আসেনা তাই
এমন ডানায় বেঁধেছো
নয়খানি দ্বার যেন তোমার গুঁড়োর মত লেগে আছে
প্রতিটি মালায়





বিছড়ি যায় মোসে মেরা শাম
যেন ঘাম ফুটে ওঠে আয়নার ভাঁজে,
সেজেছে আমার ছয়, তোমায় দেখাবে বলে
কত ভালোবাসা, শরীর কেচে নিই আমি
তোমার সাত ঝর্ণার জলে
পড়ে থাকে মলিন কাপড়,
নির্ভয় ফুলের অতলে

3 comments:

  1. "Jyano ghaam phuTe oThe aaynaar bhaaNje"... aahaa...

    ReplyDelete
  2. বিছরি যায় মোসে মেরা শাম --- কী ভাল লিখেছিস, সোম, নয়খানি দ্বার, সেজেছে আমার ছয় -- এই সব নয় ছয় করা শব্দের ঘাম দেখা যায় আয়নায়।
    এনকোর।

    ReplyDelete
  3. ধন্যবাদ বারিনদা, নীলাব্জ, অনেক দিন পর লিখছি, মানে এমন নয় লিখিনি মাঝে, কিন্তু সব লেখা কি আর লেখা হয় এওঠে বল? এই সিরিজটা লিখে শান্তি পেয়েছিলাম... আবারো ধন্যবাদ তোমাদের, ভালো লাগা জানানোর জন্যে...

    ReplyDelete