Saturday 17 August 2013

নভস্যের কবিতা ১



অন্বেষন
রমিত দে

কাদা ধোওয়ার কথা ভুলে একটা গাছ যখন তখন ঢুকে পড়ছে ভেতরের ঘরে
জামা তুলে দেখাচ্ছে তলপেটের সেলাই ,
রাত জাগলে সকালে স্কুলে যেতে পারবে না,তাই
খুব ঠান্ডা ঘুম থেকে ওকে ছিঁড়ে দেওয়া হচ্ছে গানের পাতাটি

পাতা উড়ছে,পৃথিবীর সমস্ত ওড়া ঘুমন্ত সব চেকপোস্টের কাছে
         প্রকৃতি রচনা রেখে ফিরে আসছে
খাঁ খাঁ করছে মানুষের চুরি
এই চুরির জন্য কত দেবে ভাবছ ?
এই থালার ওপর মাংস,যা  থালায় ধরল না !

সঠিকভাবে চিনতে পারল না সিঁড়ি
আর চৌকাঠ বিলি করল বাড়ী বাড়ী ,
দরজার একটা ধারনা থেকেই গেল

ধরো তুমি, এইমাত্র দরজার , এইমাত্র ঘোরানো সিঁড়ির
দ্যাখো,পিলসুজের ভেতর দিয়ে কারা ঢুকে পড়ছে পাটক্ষেতে !
প্রসবযন্ত্রনা থেকে ফকিরের কাছে  ফিরে ফিরে আসছে দোঁহাসমগ্র

                   

No comments:

Post a Comment