Saturday 31 August 2013

নভস্য শেষের কবিতা ১



শেষবার রঞ্জনাকে
-সুকান্ত দাস


বিহঙ্গম ময়ূর পাখাতে অলৌকিকতা অলক-তরীতে বিদায়ী নহবতখানার বিবাহমঙ্গল রাতের ওপারে লুকিয়ে ছিল একালের গোঁজারা আলেয়ার তীব্র পরকীয়া বুঝি রং লেগে সঙ্গোপন হারায় তুই হারাস এক আকাশ জোনাক শতক বাইরে রূপকথার উড়াল আনন্দসরণি বেয়ে শোকের শহর একান্তে জেগে থাকা আবির্ভাব নিয়ে প্রশ্নচিহ্ন, নীচ বিরোধিতা, উৎস খুঁজে নিতেই সারিবদ্ধ চিতাকাঠ শুয়ে পড়ি অদৃশ্য হাতেরা হাড়ের ওপর পাহাড় চাপা দেয় চাপা পড়তে থাকে তুই, তোর শরীর, তোর ওম

1 comment:

  1. visan bhalo kabita parlam....darun laglo.darun.aj rate ami o kichu akta likhte parbo mane hay

    ReplyDelete