Saturday 17 August 2013

নভস্যের কবিতা ৭



চিহ্নকের অদৃশ্য ছুরি
-      রুণা বন্দ্যোপাধ্যায়


খুব গাঢ় হয়ে উঠছিল বৃষ্টির ছায়া

স্নায়ুকোষে খুব সতর্ক একটা সাপ
দুলছে
এপাশ
ওপাশ

বিষণ্ণ তার নাম খুঁজছিল

জলকণারা ঝাঁপ দেবার আগেই আঙুল তার পলায়নবাদী চিহ্নের ভেতর

যা নেই তাই চিহ্নক

আমি অর্থের কথা ভাবিনি তেমন
হারিয়ে যাওয়ার কথা
ভেজা রাস্তার কথা
এসব অপরিহার্য নয়

আমি তো দেখেছি অচেনা পায়ের শব্দে কীভাবে তুমি নামিয়ে রাখো অসুস্থতা

বিস্ময় তার নাম খুঁজছিল

নিবিড় যত্নের পাশে
হলুদ জখম                                                                                         
ছায়ারা যখন গুটিয়ে আসছে
চিহ্নিত বস্তুর ভেতর
স্মৃতিসমারোহের ভেতর

আমার সলিটারি পায়ের মতি ও গতি নিয়ে আমি খুব বিব্রত হয়ে উঠি

প্রতিরাতে পালানো অনুষঙ্গ
নিহিত আশার ম্যাজিক থেকে
অনিবার্য ঈশ্বর থেকে


No comments:

Post a Comment