Sunday, 1 September 2013

নভস্য শেষের কবিতা ৬



দাগ
-রাজদীপ রায়

যাদুবারান্দার বাইরে গিয়ে হাত বাড়িয়েছে
আমার গাওয়া অসমাপ্ত গান
শিরা কাটা
রক্ত ঝরে পড়ছে নিচে

একটা কুকুর স্বর্গে যাবে বলে
জিভ বের করে দাঁড়িয়ে

ধূলোদেবতার কাছে অনুগ্রহ চেয়ে
এইটুকু পথ আমি পেরোতে দিয়েছি ওকে

যাই বলতে নেই
বলো, আসি 

No comments:

Post a Comment