Friday 2 August 2013

শ্রাবণ শেষের কবিতা ১



পাথর
-      স ঙ্ঘ মি ত্রা  হা ল দা র


১।
এমন রঙিন খুলো না আর
ধরে সামলে ওঠো হাসি

মনুয়ার ঘর ওইখানে বাঁধা পড়ে আছে




২।
আমাকে যে দেখে তাকে দেখি
আয়নার ভিতর দিয়ে একা আমাকে দেখি
কে মিথ্যে বাড়ায়?

তোমাকে পেরিয়ে আমি তো পরেইছি অন্ত নাহি
                                         নিরাময় 
ধরো অপেরা একক, আমি ফু্রোতে ভুলে গেছি
তোমার দিকে যাওয়ার শ্রম দীর্ঘ করে তুলছে রাগের ত্রিফলা  

ফুরিয়েছ। যতদূর এসে ফুরোয় মানুষের আবেগ    

No comments:

Post a Comment