Saturday, 17 August 2013

নভস্যের কবিতা ৩



মলয়চন্দন
                 -তুহিন দাস

মলয়চন্দন তোমাকে ডেকে যাই এইসব দিনগুলোর পাশে
দরজা খুলে যায় হাওয়ায়। ফুল আর ভালোবাসা নিয়ে
কথা হয়। আমরা দিন, আমরাই রাত; দিন ও রাতগুলোয়
পড়ে জলের ছায়া।

আমি দূর কোনো অপরিচিতাকে খুঁজছিলাম আর আয়নার ভেতরে
নতুন কোনো পথ পেয়ে যাচ্ছি; আমি পড়ে ফেলছি মৃত পাতা;
গানের ভাষার মধ্য দিয়ে সে পথ চলে গেছে, পথের পাশে
পড়ে জিপসীদের তাঁবু। মলয়চন্দন তোমাকে ডেকে যাই,
এইসব দিনগুলোর পাশে দরজা খুলে যায় হাওয়ায়।






1 comment: