Saturday, 31 August 2013

নভস্য শেষের কবিতা ৪



নৃ ছবি
-রাজেশ শর্মা


তারপর সে আসলে জলীয় আহামরি 
সাজাচ্ছে সান্ধ্য উড়ালপুল   

ডুবে যাই সেইখানে
ভেসে ফেলা একটা হুজুগ 

একা বেফিকর সময় সরাইখানায় খুব যন্ত্র যন্ত্র বলছে 


নিদারুন জেল্লা ভেঙে যাচ্ছে
ভেঙে যাচ্ছে রহিত সীমানা

তুমি আত্মজ আঙুলে লাগিয়ে দিচ্ছ
স্নানের শর্করা

দিক ভুলে যাচ্ছি


2 comments: