তার পরের কবিতা
-
সম্বিত বসু
(ছয়)
জীবন নিয়ে সত্যি বলছি ভাই
আর ব্যাঙ্গাচি না
এখন থেকে সকালবেলার ব্যায়াম
নিজের পা ছুঁয়ে থাকা
দুঃখ টিজ করলে এবার থেকে
কলার তুলে কথা হবে
আস্থা চ্যানেল বলে দিয়েছে
নতুন রোদ্দুর মনে পড়লেই রক্তপাত
বন্ধ হয়ে যায়,
তবু শ্মশানের মত ফাঁকা
হাততালিগুলো বেজেই চলেছে
এখন যেখানেই লাল
সেখানেই তোমার মুখ
চোখ বোজা সিঁদুর পরার ছবি
চোখ বুজলেই ভেসে উঠছে
সকাল থেকে আরও ভাসছে পাখিরা
ঢিচক্যাও ঢিচক্যাও সুরে তারা ডেকে চলেছে
আরও
No comments:
Post a Comment