সম্ভাবনা
-অনিন্দিতা
গুপ্ত রায়
যে আমি সঘন থেকে খুঁটে তুলছি মোহ
ভিড়ের জানলা থেকে আগাপাশতলা মার্জনা চেয়ে নিচ্ছি
ঐ দূরে না দেখায় ঘুমন্ত মুখের পাশে
আলগোছ ওষ্ঠ এঁকে লিখে রাখছি বৃষ্টিকথাকলি-
সে আমার হাহাকার সমুদ্র পেরোতে চেয়ে
লবণাক্ত প্রতিদিন
ইহকাল পরকাল খেলার গভীরে
সম্মোহিতের মত নতজানু ভাসিয়ে যাচ্ছি
হৃদিমেঘ, রামধনু ,পাঁপড়ি খসানো কুয়াশার কাল
আলটপকা ফুলে ওঠা বাতাসের গর্ভ থেকে
একপা একপা করে অনন্তবিলাসী
পিয়ানোয় সাদাকালো সারণী মাড়িয়ে
যে যাওয়ার সে চলে যায় কড়ি’তে, কোমলে
আমার অন্ধতা শুধু, আমারি প্রলাপ
কাছাকাছি নিয়ে গেল অসম্ভবের
No comments:
Post a Comment