একটি বৃষ্টির মৎস্যকন্যা
-তন্ময় ধর
‘নীলনলিনাভমপি তন্বি তব লোচনং ধারয়তি কোকনদরূপম
কুসুমশরবাণভাবেন যদি রঞ্জয়সি
কৃষ্ণমেতদনুরূপম’- গীতগোবিন্দম
জলের অন্যান্য আলো
স্যাফায়ার রঙের একটি তৃষ্ণাকে নিয়ে খেলছে
দীঘল জলের ওলট থেকে
একটি আলোর অভিমান
তীর হল, তৃণজন্ম হল
প্রাকৃত শিলালেখের গন্ধে
সমস্ত আপেক্ষিক রন্ধন
স্তন্যপান ভেঙে ফিরছে মৎস্যজীবনে
আদৃত বৃষ্টিকাল
স্বাদফেরত
একটি বুদবুদে পায়ের আভাস ফেলছে
কুসুমভাঙা লালচে জীবন
No comments:
Post a Comment