Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ৩

Image result for abstract texture

জল জীবন
                -কৃপা বসু

গভীরে নেমে যাও, রয়েছে সুবিশাল দেয়াল...
তাতে ঝুলছে অজস্র রাজনৈতিক শ্লোগান
উত্তাপ ছুঁয়েছে পিচঢালা নাগরিক রাজপথ।

নির্ভার হতে শিখেছে দোয়েল, ফিঙে
চৌরাস্তার ট্রাফিক সিগন্যালে কেবলই
ব্যস্ততার যোগবিয়োগ,গুন,ভাগের হিসেব হয়,
তারই পাশে মূকাভিনয়ের আদলে নগ্ন ভিখারি।

বিছানায় সাঁতরানো নির্ঘুম রাত,
টেবিলে দগ্ধ প্রেমের মানচিত্র,
ডায়রির পাতা ছুঁয়ে যায় প্রাক্তনী চুম্বন…

বিকেলের জানালায় জমছে পিষে যাওয়া কাঠ গোলাপ,কাটাকুটি ও অনাদেরর গল্প,
শীতবিহীন উল কাঁটার সংগ্রামে জড়িয়ে থাক ভাতঘুমের আয়োজন,
জল জীবনে এত দৃশ্য'র পুনরাবৃত্তি
দেখে ভরিয়ে ফেলছি অপ্রাপ্তির খেরোখাতা...
 মেনে নেওয়াটাই যখন আলটিমেটাম,
মানিয়ে নিয়েছি সবটুকু কষ্ট, অপমান…

(ছবিঃ এস্ত্রিয়াস, ডেভিয়ান আর্ট)

No comments:

Post a Comment