Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ১৩

April and May| April and May hearts                              var ultimaFecha = '19.4.13'


বসন্তের বাইরে
              -হাসান রোবায়েত 

সমস্ত পাহাড়-ব্যেপে বৃষ্টি আসছে
আর তুমি
হাসির মাতম থেকে কুড়িয়ে যাচ্ছ নদীতীর
তারাদের অন্ত্রনালী
কীভাবে প্রাচীন রোদের থেকে গাঢ় করে হেম
অশোকের নিঃশব্দ পাতায়
ঐ সম্মুখে
মরণের রুধির কাজল গাভীদের চোখ বেয়ে
নেমে যায় অভিপ্রায়ের দিকে


(ছবিঃ লরা বারম্যান)

No comments:

Post a Comment