Tuesday 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ১১

Seetal Solanki   www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  www.lab333style.com  lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

লুডোর ছক
             -শিবু মণ্ডল 

সাপ লুডোর উষ্ণতায় সিঁড়িধাপ তৈরি হলে
পুট-পুট পায়ে চাঁদ এগিয়ে যায়
ঘর-মিল জুড়ে ছড়ানো রঙ
উল্টে গড়িয়ে পড়ে দানব করের মত

এই রঙে ছোপ-ছাপ ওই রঙে হুড়োহুড়ি
আলোকবর্ষ ব্যবধান রেখে নক্ষত্রের ভিড়
চৌরাস্তার মোড়ে যেন জ্বলে অনন্ত বাতি
এমন সময়ে ধাক্কা খেলে বাইসনবেগে ‘ময় ফিরে আসে

খেলা হয় জলবাতিতে খেলা হয় বর্ষাতি
নিমেষে দান পাল্টে বৃষ্টি ভারী হয়ে ওঠে
সাপের ছোবলে শান্ত পৃথিবী সিঁড়ি বেয়ে ওঠে
১ নং ২ নং ৩ নং ৪নং ৫ নং ৬ নম্বর ধাপে এসে
খেলা শেষ হয়। আবার খেলা শুরুও হয়...

(ছবিঃ শীতল সোলাঙ্কি)

No comments:

Post a Comment