Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ৮

Panos Tsagaris, A passing breath gold leaf, acrylic paint and silkscreen on canvas, 150x100 cm, 2016. Courtesy of the artist and Kalfayan Galleries, Athens-Thessaloniki.   www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  http://www.lab333style.com  https://instagram.com/lab_333  http://lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

বড়াইলবালক
           -রাজেশ শর্মা 


ওয় শাম কুছ অজীব থি, ইয়ে শাম ভী অজীব হে ----///কিশোর

শিল্পের চোখ সরিয়ে রেখেছি স্তোকবাক্যহীন,মুগ্ধতাহীন

যেন সমস্ত বল্কল ফেলে এসেছে জলপ্রপাতে
হরিণি এখন লাজরুণ, ধীর হয়েছে তার পা

নিয়নকুসুম! তোর ভ্রু র সামান্যে যে গভীরা জলপংক্তি

তার তরে
বড়াইল বালক সমস্ত সেচ-প্রকল্প ডিঙিয়ে
অঞ্জলিপুটে
সন্তপর্নে তুলে আনছে ডাহুকমরশুম

একটি আলায়িত ছবির ভিতর শরীর ক্রমশ

ছড়াতেছে....

(ছবিঃ প্যানোস সাগারিস)

No comments:

Post a Comment