মাহবুব, দীর্ঘনিঃশ্বাস পাঠিও
-জ্যোতির্ময় বিশ্বাস
১.
সাক্ষাৎ মাত্রই চ'লে যেতে যেতে।
যাতায়াতকালে। বৃক্ষপর্বে। ভিক্ষায়...
এইভাবে তোমার জন্মদিন মনে আছে। তোমারও।
২.
পালকে হিম লাগে। ছিন্ন লাগে। তবু পাখিকে ক্ষমা ক’রে দেয়। কিন্তু মন খুব মাংসল একটা ব্যাপার। তাই পালক বললে ভুল হবে।
বাকি সব ঠিক আছে।
বাকি সব ঠিক আছে।
নষ্ট, হিম, ছিন্ন― এই তুলনাগুলি।
৩.
তোমাকে চিঠি লিখবো
আর তোমাকে চিৎকার
লিখবার আগে, খসখস পাঠাচ্ছি।
পাঠানো যায়। এখন তো তেমন পালকি পাওয়া গেছে।
৪.
দুটো চোখের ভিতর কোনো একটা বেশি বাঁশিময়
দু’পায়ের একজন বেশি ঘুঙুর
আর সবাই সমুদ্র হতে রাজি থাকে।
৫.
অভিজ্ঞতার কথা লিখবো
বাড়িয়ে বলবোনা কিচ্ছু।
তুমি অবাক হয়ে যাবে।
মাহবুব, দীর্ঘনিঃশ্বাস পাঠিও।
(ছবিঃ ম্যাথিউ স্টোন)
No comments:
Post a Comment