সংলাপ
-অনিন্দিতা ভৌমিক
দূর কোনো প্রতিবিম্বের ভেতর
হারিয়ে ফেলছি নিজেকে
পরিচিত অবয়ব সরিয়ে হেঁটে যেতে চাইছি
গভীরতম অস্তিত্বের দিকে
যেভাবে একটা তীর্থযাত্রা একটা ভবিষ্যৎ
কারো পায়ের পাতা লেগে
ছিটকে গেছে অচেনা শহরে
তার পরিব্রাজক লিপির গায়ে শৈত্যের অনুভব
সেই কুয়োতলা অথবা তেরছা আলোয়
কখনও খুঁজে না- পাওয়া ছোট্ট কানের দুল
ইতিহাস তো জীবন্ত পদক্ষেপ আসলে
শিকার ও সূর্যাস্তের ঘুপচিগুলো থেকে
ছুটে যায় ঐক্যবদ্ধতার সূত্রে
প্রাচীন বিদ্রোহের ডগায় পাক খায় উষ্ণ আবহাওয়া
রোদের ফোকর থেকে অজস্র ভাঙা গল্পগাথা
(ছবিঃ ডেভিয়ান আর্ট)
No comments:
Post a Comment